Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিপোতে বিস্ফোরণে আরও ২ জনের লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুন ২০২২ ১৩:১২ | আপডেট: ৭ জুন ২০২২ ১৪:৫২

চট্টগ্রাম: সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আরও দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ জনে।

মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে ফায়ার সার্ভিসের কুমিল্লা জোনের সহকারী পরিচালক আখতারুজ্জামান এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, দুইটা ডেডবডি পাওয়া গেছে। দুইটা লাশের মধ্যে একজনের পাশে ফায়ার সার্ভিসের পিপি পাওয়া গেছে। আরেকজনের পাশে ছিল সিকিউরিটি গার্ডের ড্রেস। এতে ধারণা করছি, একটা ডেডবডি আমাদের সহকর্মীর হবে। আরেকজন সিকিউরিটির হতে পারে। ডিএনএ টেস্টের পর চূড়ান্ত হওয়া যাবে।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এর আগে ৪১ জনের লাশ উদ্ধার করা হয়। এই দুটি লাশের মাধ্যমে নিহতের সংখ্যা হলো ৪৩ জন।

সারাবাংলা/এএম

টপ নিউজ বিএম কনটেইনার ডিপো

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর