Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিরোধী দলের আন্দোলন সরকার পতনের দিকে যাচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২২ ১৭:৩৭

ঢাকা: বিরোধী দলের আন্দোলন সরকার পতনের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেকমন্ত্রী আব্দুল্লাহ আল নোমান।

রোববার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এ আলোচনা সভার আয়োজন করে।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের প্রধান অংশীদার। বিরোধী দলের চলমান আন্দোলন সরকার পতন আন্দোলনের দিকে যাচ্ছে। এখানে বিএনপি কী ভূমিকা নেবে, জানি না। তবে সরকার পতনের আন্দোলনে বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা অনেকবার সফল হয়েছি; এবারও হব। তবে আমাদের সবাইকে মনে রাখতে হবে- রাজনীতিতে সফলতা একদিনে আসে না। এটা পর্যায়ক্রমে সামনের দিকে এগোতে থাকে।’

‘পৃথিবীর কোনো দেশে ফ্যাসিস্ট সরকার গণআন্দোলনের মুখে টিকে থাকতে পারেনি; এই সরকারও টিকতে পারবে না। কারণ, সরকার পতনের আন্দোলনে মানুষ এখন আত্মিকভাবে ঐক্যবদ্ধ’- বলেন আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, ‘জাতীয়তাবাদের রাজনীতিকে বুকে ধারণ করে সাংগঠনিক শক্তি দিয়ে আন্দোলনকে এগিয়ে নিতে হবে। এতে আমরা অবশ্যই সফল হব।’

‘নির্বাচন আর রাতে হবে না, দিনেই হবে’- প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যে জবাবে নোমাব বলেন, ‘রাতে যে নির্বাচন হয়েছে সেটা সিইসি বলেই দিলেন। অথচ সেই রাতের নির্বাচনকে ভিত্তি করেই আজকের সরকার অবৈধভাবে দেশ পরিচালনা করছে। এই সরকার সাংবিধানিক সরকার নয়।’

‘আমরা আর রাতের নির্বাচন চাই না, দিনের নির্বাচন চাই এবং সেই নির্বাচন অবশ্যই সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হতে হবে’- বলেন আব্দুল্লাহ আল নোমান।

বিজ্ঞাপন

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য জিয়াউর রহমান মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। গ্রামে একটি থানাতে যে মুক্তিযোদ্ধা ছিল একটা শহরে তত মুক্তিযুদ্ধা ছিল না। অথচ স্বাধীনতার পরে তাদের ভাগ্য আর ফিরল না। তাদের অর্থনৈতিক উন্নয়ন সরকারের পরিকল্পনার মধ্যে ছিল না। জিয়াউর রহমান তাদের ভাগ্য পরিবর্তনের জন্য নানা উদ্যোগ নিয়েছিলেন।’

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংবাদিক নেতা আব্দুল কাদের গণি চৌধুরীসহ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সারাবাংলা/এজেড/পিটিএম

আব্দুল্লাহ আল নোমান জিয়াউর রহমান মৃত্যুবার্ষিকী সরকার পতন আন্দোলন

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর