‘পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করেছেন খালেদা জিয়া’
৫ জুন ২০২২ ১৭:৩১ | আপডেট: ৫ জুন ২০২২ ১৯:২৯
ঠাকুরগাঁও: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পদ্মা সেতু কারও পৈত্রিক ব্যাপার না, এটা রাষ্ট্রীয় প্রচেষ্টায় করা। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া। একদিকে নয়, দুই দিকে, মাওয়াতে এবং ওই পারে। সে কথা তো কেউ বলে না, উচ্চারণও করে না। যমুনা সেতু যখন তৈরি করা হয়, ঠিক তখনও একই অবস্থা করা হয়েছে।’
রোববার (৫ জুন) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যারা শুরু করলেন তাদের বাদ দিয়ে একজনের নাম, একজনের মূর্তি দিয়ে নামটাই পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এখানে যে ক্ষমতায় যায়, সবকিছু দখল করে নিয়ে যায়। এখানে ঘটনাগুলো একই ভাবে ঘটছে। পদ্মা সেতু নিয়ে অহেতুক, অযৌক্তিক কিছু কথাবার্তা বলে দেশকে, জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। মানুষের দৃষ্টি অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সংকটটা আমার পদ্মা সেতু নয়, সংকটটা আমার ভোটের অধিকার। সংকটটা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সংকট হচ্ছে আমার বিচার না পাওয়া, সংকট হচ্ছে অন্যায় ভাবে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘চট্টগ্রামের সীতাকুন্ডের অগ্নিকাণ্ড প্রমাণ করে এই সরকার কতটা ব্যর্থ। বর্তমান সরকার উন্নয়নের কথা মুখে বললেও তারা মানুষের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই আওয়ামী লীগকে আর ক্ষমতায় রাখা যায় না। বিতাড়িত করতে না পারলে এই দেশও বিপন্ন হবে।’ বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য তৈরি করছে দেখে আওয়ামী লীগের গাত্রদাহ হচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নূরুজ্জামান সরকার নুরুসহ দলের নেতাকর্মীরা।
সারাবাংলা/এমও
খালেদা জিয়া টপ নিউজ পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর পদ্মাসেতু প্রথম স্থাপন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যমুনা সেতু