৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
৫ জুন ২০২২ ১১:২৪ | আপডেট: ৫ জুন ২০২২ ১২:৪০
উত্তর কোরিয়া নিজেদের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে ৮টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ফিলিপাইন সাগরে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ মহড়া শেষ হওয়ার একদিন পর এই পরীক্ষা চালাল দেশটি। খবর আলজাজিরা।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, গতকাল রোববার (৪ জুন) উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।
এদিকে উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে ধারণা করেছে জাপান সরকার।
এর প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া ও মার্কিন কর্মকর্তারা জানান, এ ঘটনায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পুংগিয়ে-রি’তে পারমাণবিক পরীক্ষা কেন্দ্রটির প্রস্তুত করার ইঙ্গিত রয়েছে উত্তর কোরিয়ার।
২০২২ সালে এটি ছিল উত্তর কোরিয়ার ১৮তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। আর গত পাঁচ বছরের মধ্যে এই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালাল দেশটি।
সারাবাংলা/এনএস