Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ নেতা মুকুল বোস লাইফ সাপোর্টে

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ১৬:৫১ | আপডেট: ৩১ মে ২০২২ ১৮:০১

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস গুরুতর অসুস্থ। রাজধানীর স্কয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

মুকুল বোসের ব্যক্তিগত কর্মকর্তা লুৎফর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুকুল বোস বেশকিছু দিন ধরে অসুস্থতায় ভুগছেন। রোববার (২৯ মে) তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

আলোচিত ওয়ান-ইলেভেনের সময় মুকুল বোস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ওই সময় তিনি সংস্কারপন্থি হিসেবে পরিচিত হন। পরে ২০১২ সালে আওয়ামী লীগের সম্মেলন হলে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি তিনি।

পরে অবশ্য আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ফিরে আসেন মুকুল বোস। ২০১৬ সালের কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি তাকে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।

সারাবাংলা/এসবি/টিআর

মুকুল বোস লাইফ সাপোর্ট স্কয়ার হাসপাতাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর