Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারনেটের সুষ্ঠু ব্যবহারে মোস্তফা জব্বারের আহ্বান


১৯ এপ্রিল ২০১৮ ১৬:০৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রযুক্তি ব্যবহারের প্রতি উৎসাহ যুগিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার ইন্টারনেটের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সমৃদ্ধ হবার আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মোস্তফা জব্বার বলেন, সুস্থ বিনোদন ও পড়াশোনার জন্য তোমরা ইন্টারনেট, সামাজিক যোগাযোগের মাধ্যম- ফেসবুক, ইউটিউব ব্যবহারের ক্ষেত্রে বাবা-মাকে সঠিকভাবে বিষয়টি বোঝাবে।

স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে দেশের আরও ৯৯টি  শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ইন্টারনেট ব্যবহারের প্রতি মেয়েদের বেশি আগ্রহী হতে হবে মন্তব্য করে মোস্তফা জব্বার বলেন, ‘সমাজে নারীদের নানা ভূমিকা পালন করতে হয়। কখনো কন্যা, কখনো স্ত্রী, আবার কখনো বা মা হিসেবে ভূমিকা পালন করতে হয়। তাই বেশি বেশি জ্ঞান রাখার জন্য তাদেরকেই ইন্টারনেট ব্যবহার বাড়াতে হবে।’

তিনি বলেন, ‘অনেকের ভ্রান্ত ধারণা আছে, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করলে ছেলে-মেয়েরা খারাপ হয়ে যায়। আসলে বিষয়টি সত্য নয়।’

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘মা-বাবাদের বুঝতে হবে ইন্টারনেট মানে খারপ কিছু নয়। শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বকে জানতে পারে। এটা ব্যবহার করলেই তারা খারাপ হয়ে যায় না। তারা যেনো নিরাপদে ইন্টারনেটে বিচরণ করতে পারে সে লক্ষ্যে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি।’

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘তোমরা ইন্টারনেট ব্যবহারের সুফল সম্পর্কে তোমাদের মা-বাবাদের বলবে। তোমাদের প্রতি তাদের আস্থা রাখতে বলবে। তোমরা যে বিপথে যাবে না তা তাদের বোঝাবে। ইন্টারনেটের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করবে।’

‘তোমাদের কথা ভেবেই সরকার শিগগিরি ডিজিটাল নিরাপত্তা আইন চালু করছে। এখন থেকে কেও আর অপরাধ করে পার পাবেনা। আমরা প্রত্যেকটা সাইবার ক্রাইমের চুলচেরা বিশ্লেষণ করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসব। তাই তোমরা ইন্টারনেট বেশি করে ব্যবহার করবে- বলেন মন্ত্রী

সারাবাংলা/এসও/আইএ/এমএস

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর