Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাড়াশে শেয়াল মারার ফাঁদে প্রাণ গেল শিশু জান্নাতির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২২ ১১:৫৫

সিরাজগঞ্জ: তাড়াশে মুরগি বাঁচাতে খামারে বেড়ার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে জান্নাতি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জান্নাতী তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের শিব পাড়ার জিল্লুর রহমানের মেয়ে।

রোববার (২৯ মে) সকালে উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের শিব পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিবপাড়ায় আবু তালেবের নিজ বাড়িতে মুরগির ফার্মে শেয়াল তাড়াতে রাতের বেলায় জেইআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলো। ভোরে জান্নাতী আম কুড়াতে গিয়ে মুরগির ফার্মের বিদ্যুৎ স্পর্শে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

তালম ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য তালেব হোসেন বলেন, ‘খামারি আবু তালেব আমাকে সকালে মোবাইল ফোনে জানান, তার মুরগির খামারের শেয়াল মারা ফাঁদে একটি শিশু মারা গেছে। পরে আমি পুলিশকে খবর দেই।’

তাড়াশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আবু তালেব তার মুরগির ফার্মে শেয়াল তাড়াতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলো। তাতে স্পর্শ হয়ে জান্নাতির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফার্মের মালিক তালেবকে খোঁজা হচ্ছে। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির মরদেহ থানায় আনার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমও

তাড়াশ শিশুর মৃত্যু শেয়াল মারার ফাঁদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর