Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, উত্ত্যক্তের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২২ ১৯:২৩

নেত্রকোনা: বারহাট্টা উপজেলার পাগলী গ্রাম থেকে সোনিয়া আক্তার (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ মে) সকালে নিজ বসতঘর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোনিয়া জেলার বারহাট্টা উপজেলাধীন পাগলী গ্রামের খোকন মিয়ার মেয়ে। সে মোহনগঞ্জ মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে পার্শ্ববর্তী বাসাউড়া গ্রামের কান্দারবাড়ির হারিছ মিয়ার ছেলে গার্মেন্টস কর্মী শাকিল (২২) সোনিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। একপর্যায়ে শাকিল তার ফেসবুক ওয়ালে সোনিয়ার কিছু নগ্ন ছবি পোস্ট দেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিব্রতকর অবস্থায় পড়ে পরিবারটি।

সর্বশেষ বিভিন্ন কথাবার্তা লিখে সোনিয়াকে হুমকি দেয় শাকিল। ফলে লোকলজ্জা এড়াতে আত্মহত্যা করে সোনিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুল হক। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শাকিলের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এমও

উত্ত্যক্ত কলেজছাত্রী ঝুলন্ত মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর