Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মে ২০২২ ১৯:৪৮ | আপডেট: ২১ মে ২০২২ ২৩:২৯

ঢাকা: সোনার দাম প্রতি ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বেড়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে খরচ করতে হবে ৮২ হাজার ৪৬৬ টাকা। রোববার (২২ মে) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে সাত হাজার ৭০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে ছয় হাজার ৭৫০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে পাঁচ হাজার ৭৯০ টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতির বা পুরাতন প্রতি গ্রাম সোনার দাম হবে চার হাজার ৮২০ টাকা।

বাজুস নির্ধারিত সোনার নতুন দাম অনুযায়ী, দেশে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৬ হাজার ২২০ টাকা।

এদিকে রুপার দাম অপরিবর্তিত রেখে বাজুস জানিয়েছে, হলমার্ক যুক্ত ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম হবে ১৩০ টাকা। হলমার্ক যুক্ত ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম হবে ১২৩ টাকা। হলমার্ক যুক্ত ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম হবে ৮০ টাকা। আর ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

জুয়েলার্স সোনার নাম স্বর্ণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর