প্রাথমিক শিক্ষা অধিদফতরে ২১ মে পর্যন্ত প্রবেশ নিষেধ
১৫ মে ২০২২ ১২:৩২ | আপডেট: ১৫ মে ২০২২ ১৬:৫৩
ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় ধাপের পরীক্ষা কোনো বিতর্ক ছাড়া সম্পন্ন করতে আগামীকাল সোমবার থেকে ২১ মে পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদফতরে (ডিপিই) প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার (১৪ মে) এমন একটি বিজ্ঞপ্তি জারি করেছে ডিপিই।
৪৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় ধাপের এ পরীক্ষা আগামী ২০ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
এর আগে, নির্বাচিত বিশটি জেলায় প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় গত মাসে, যেখানে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ করা হয়েছে।
দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে মোট ৩০টি জেলায়। এর মধ্যে আট জেলার সবকটিতে ও ২২ জেলায় আংশিক এলাকায় পরীক্ষা হবে।
এ ধাপে সব মিলিয়ে মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বরিশাল, সিলেট ও রংপুর জেলার সব উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও বাকি ২২ জেলায় নির্দিষ্ট কয়েকটি উপজেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য উপজেলাগুলোতে পরের ধাপে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে ডিপিই।
সারাবাংলা/টিএস/একে