চট্টগ্রাম ব্যুরো: দুই দশকেরও বেশি সময় পর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ১৩২ সদস্যের ‘বিশাল’ কমিটিতে সভাপতি হয়েছেন মো. জুনায়েদ এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মুজিবুর রহমানকে।
শনিবার (১৪ মে) গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে কোতোয়ালি থানা কমিটির ১৩২ সদস্যের নাম প্রকাশ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সই করা কমিটিতে ১৪ জনকে সহ-সভাপতি, ১১ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ জনকে সাংগঠনিক সম্পাদক, ৫০ জনকে সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ২৫ জনকে সদস্য করা হয়েছে।
সভাপতি ইমরান আহমেদ ইমু সারাবাংলাকে বলেন, ‘এক বছরের জন্য কোতোয়ালি থানা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে ১৫টি সাংগঠনিক থানার মধ্যে আমরা ১৩টিতে কমিটি গঠন সম্পন্ন করেছি। যেসব থানা-ওয়ার্ডে কমিটি নেই, সেগুলো আমরা দ্রুততার সঙ্গে কমিটি গঠনের চেষ্টা করছি।’
গত ২০ বছরেরও বেশি সময় ধরে কোতোয়ালি থানায় ছাত্রলীগের কোনো কমিটি ছিল না বলে জানিয়েছেন ইমু।
নতুন কমিটির ১৪ জন সহ সভাপতি হলেন- এইচ এম আলম বাবু, অর্পণ চক্রবর্তী, ফয়সাল উদ্দিন রাব্বি, আনোয়ারুল ইসলাম জুয়েল, তাজউদ্দিন তাজু, জাহিদ হাসান সাইমন, শেখ শফিউল আজম, মোমিনুল হক সুমন, সাজ্জাদ চৌধুরী, আজাহার উদ্দিন মুন্না, অনিন্দ্য দেব, অনিক দেব অন্তু, রিপন ঘোষ ও তন্ময় দাস।
১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- ইমরান হোসেন, আব্দুল মাজেদ রিদওয়ান, শাহেদুল ইসলাম শাহেদ, ইমদাদুল হক চৌধুরী শাওন, হাসমত খান আতিফ, আবির মো. তাহসিন, শওকত ওসমান তানজীর, ঐশিক পাল জিতু, সানিদুল ইসলাম, নিলয় সেন ও তানবিরুজ্জামান নীরব।
১০ জন সাংগঠনিক সম্পাদক হলেন- ফয়সাল হোসেন, অনিরুদ্ধ দত্ত, শুভ দাশ, ইরফান উদ্দিন, মাহমুদুল ইসলাম খান মিনহাজ, জিসান বৈদ্য, শাহকামাল রিমন, শোয়াইব হোসাইন, অভিজিৎ পান্ডে ও মোহাম্মদ মুহি।
নগরীর ১২ সাংগঠনিক থানায় ছাত্রলীগ যে কমিটি এর আগে ঘোষণা করেছে, তার কোনোটিই এত বড় আকারের নয়। কোতোয়ালী থানায় ১৩২ সদস্যের কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সারাবাংলাকে বলেন, ‘কোতোয়ালি থানা চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র। নগরীর ৪১ ওয়ার্ডের মধ্যে আটটি ওয়ার্ড নিয়ে এই থানার অবস্থান। সাংগঠনিকভাবেও কোতোয়ালি খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সভা-সমাবেশসহ সকল কর্মসূচি পালিত হয় কোতোয়ালি থানা এলাকাকে কেন্দ্র করেই। এখানে আমাদের প্রচুর কর্মী আছে। সবাইকে তো কমিটিতে রাখা সম্ভব নয়, অপেক্ষাকৃত যোগ্যদের স্থান দিতে গিয়ে কমিটির আকার বড় হয়েছে।’