সিরাজগঞ্জে ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
১২ মে ২০২২ ১৫:১৩ | আপডেট: ১২ মে ২০২২ ১৫:২৩
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে সয়াবিন ও পামওয়েল তেল মজুত করে উচ্চ মূল্যে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মজুতকৃত ৩৭ হাজার লিটার সয়াবিন তেল নায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে সলঙ্গা বাজারের রাজলক্ষ্মী বাণিজ্য ভাণ্ডার ও দুলাল চন্দ কুন্ডু স্টোরে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের রাজলক্ষ্মী বাণিজ্য ভান্ডার ও দুলাল চন্দ কুন্ডু স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় দুটি প্রতিষ্ঠানে মজুতকৃত ৩৭ হাজার লিটার পামওয়েল তেল ও ২শ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। নিয়ম না মেনে মজুত রাখা ও উচ্চমূল্যে বিক্রির অপরাধে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেইসঙ্গে মজুতকৃত তেল নায্যমুল্যে খোলাবাজারে বিক্রি করা হয় বলে জানান মাহমুদুল।
সারাবাংলা/পিটিএম