Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইক্রোবাস-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২২ ২২:৪৭ | আপডেট: ৫ মে ২০২২ ১১:৩৯

প্রতীকী ছবি

রংপুর: মাইক্রোবাসের সঙ্গে থ্রি-হুইলার মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে থ্রি-হুইলারের চালকসহ রংপুরে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৪ মে) রাত পৌনে ৮টায় গঙ্গাচড়া উপজেলার পাগলাপীর বাজারে এ দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার আমজাদ হোসেন, মাহিন্দ্রাচালক ছেয়াদুল ইসলাম ছোপড়া ও নাজমা বেগম। বাকি দু’জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে গংগাচড়া উপজেলার সলেয়াসার বাজারের কাছে একটি মাহিন্দ্রকে পেছন থেকে একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত ও পাঁচ জন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও ২ নারী মারা যান।

ওসি জানান, নিহতদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামসুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সারাবাংলা/এমও

নিহত ৫ মাইক্রোবাস মাহিন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর