বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি
৩ মে ২০২২ ১২:৫৯ | আপডেট: ৩ মে ২০২২ ২০:১৪
বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্যদের নিয়ে ইদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং পরিবারের সদস্যদের নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে ইদের নামাজ আদায় করেন তিনি।
মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৯ টায় দরবার হলে এই ইদের জামাত অনুষ্ঠিত হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির ইদের নামাজ পরিচালনা করেন।
রাষ্ট্রপতি সাধারণত রাজধানীর জাতীয় ইদগাহ ময়দানে ইদের প্রধান জামাতে অংশ নিয়ে থাকেন। তবে গত দুই বছরের মতো কোভিড-১৯ মহামারির কারণে এবারও তিনি জাতীয় ইদগাহে নামাজ আদায় করতে যাননি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক ও মো. আফজাল হোসেন, এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. মুজিবুর রহমান, রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব, বঙ্গভবনের পদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা ইদের নামাজে অংশ নেন।
ইদের নামাজ শেষে বাংলাদেশের অব্যাহত শান্তি ও অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় প্রাণঘাতী কোভিড-১৯-এ যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং সারাদেশের পাশাপাশি বিশ্বজুড়ে করোনা রোগীদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
এছাড়া পঁচাত্তরের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী সেনা কর্মকর্তাদের হাতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নৃশংস হত্যকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি এবং দেশ ও জনগণের স্বার্থে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জীবন উৎসর্গকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নামাজ শেষে বঙ্গভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান রাষ্ট্রপতি আবদুল হামিদ। দেশের বিশিষ্ট ব্যক্তি এবং বিদেশি কূটনীতিক বা অতিথিদের সম্মানে সুস্বাদু খাবার পরিবেশনের সঙ্গে কোনো আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় হয়নি। বাসস।
সারাবাংলা/টিআর