Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে ভিজল ইদগাহ, ইদের জামাত মসজিদে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ১১:৪৭ | আপডেট: ৩ মে ২০২২ ১৩:৩৪

সিরাজগঞ্জ: করোনা মহামারি কারণে গত দুই বছর ইদের জামাত মাঠে আদায় করতে পারেননি মুসুল্লিরা। এবারে প্রায় স্বাভাবিক পরিস্থিতিতে ইদ জামাতের জন্য প্রস্তুত ছিল সিরাজগঞ্জ জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসহ জেলার প্রায় প্রতিটি ইদগাহ মাঠ। কিন্তু সব প্রস্তুতি ভেস্তে দিলো বৃষ্টি। শেষ পর্যন্ত ইদের বেশিরভাগ জামাতই হয়েছে মসজিদে।

মঙ্গলবার (৩ মে) অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ইদুল ফিতর। এদিন সকালেই শুরু হয় বৃষ্টিপাত। ভারী বৃষ্টিতে ইদগাহগুলোতে ইদের নামাজ আদায়ের পরিস্থিতি ছিল না। তাই মসজিদে মসজিদে ইদের নামাজ পড়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মুসল্লিদের।

বিজ্ঞাপন

সুযোগ পেয়েও ইদগাহে নামাজ আদায় করতে না পেরে আক্ষেপও করছেন মুসল্লিরা। তারা বলেন, দুই বছর পর এবার আমরা ইদগাহ মাঠে নামাজ আদায় করতে পারব— এটা ভেবে খুব আনন্দ পেয়েছিলাম। কিন্তু বৃষ্টির কারণে তা হলো না। মসজিদেই নামাজ আদায় করতে হলো।

সিরাজগঞ্জ পৌর এলাকা মাছুমপুর-সয়াধানগড়া ইদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভোলা বলেন, গত দুই বছর করোনার কারণে ইদগাহ মাঠে ইদের জামাত হয়নি। এবার যখন মাঠ সাজানো থেকে শুরু করে সব প্রস্তুতি শেষ, তখন ইদের দিন সকাল থেকে শুরু হলো বৃষ্টি। এই বৃষ্টির কারণে এবারও ইদগাহ মাঠে নামাজ হলো না।

সারাবাংলা/টিআর

ইদগাহ ইদের জামাত ইদের দিন বৃষ্টি মসজিদে ইদ জামাত