Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদের সকালে এলো বৃষ্টি, থাকবে আরও দু’দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২২ ১১:৫০ | আপডেট: ৩ মে ২০২২ ১৭:৩৮

ঢাকা: অবশেষে গরমে শীতল পরশ এনে দিল বৃষ্টি। মঙ্গলবার (৩ মে) সকাল থেকে ঢাকায় আকাশে মেঘ ছেয়ে নেমেছে বৃষ্টি। আবহাওয়া অধিদফতর পূর্বাভাস দিয়েছে, দেশের আট জেলায় ঝড় বৃষ্টির। তীব্র গরমে শীতলতা এনে দিলেও ইদ উদযাপনে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

এদিন সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। পরে তা মুষলধারে ঝরতে থাকে।

পূর্বাভাস অনুযায়ী দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ প্রবল বিজলী চমকানোসহ বজ্র ও ঝড়বৃষ্টি হওয়ার কথা রয়েছে। আর এ পরিস্থিতি থাকতে আগামী তিনদিন।

আবহাওবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, এসময় দিন ও রাতের তাপমাত্রায় কোনো পরিবর্তন আসবে না বরং আগামী দু’দিন এই ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। তবে তিন দিন পর আবহাওয়ায় পরিবর্তন আসবে।

এদিকে সকালে বাতাসের আর্দ্রতা ছিলো ৫৪ শতাংশ। ঢাকায় বৃষ্টিপাত হতে পারে ৮ মিলিমিটার পর্যন্ত। অন্যদিকে সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে ৩৩ মিলিমিটার।

এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝড় বৃষ্টি হয়ে গেলেও কোথাও কোথাও তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়েছে রয়েছে। এখন দেশের টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

সারাবাংলা/জেআর/এমও

ইদের সকাল টপ নিউজ স্বস্তির বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর