Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মে দিবস ও ইদুল ফিতরে মাহতাব-নাছিরের শুভেচ্ছা

সারাবাংলা ডেস্ক
৩০ এপ্রিল ২০২২ ২১:২৯

চট্টগ্রাম ব্যুরো: মে দিবস এবং ইদুল ফিতর উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুই নেতা মে দিবস ও ইদুল ফিতরের শুভেচ্ছা জানান।

মে দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে মাহতাব-নাছির বলেন, ‘শ্রমজীবী মানুষের কল্যাণ ও অগ্রগতি ছাড়া আর্থসামাজিক মুক্তি সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তির জন্য শ্রমজীবী জনতাকে যেসব কল্যাণমূলক প্রণোদনা দিয়েছেন, তা যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয়।’

বিজ্ঞাপন

এদিকে, ইদুল ফিতর উপলক্ষে সাম্য, শান্তি ও সম্প্রীতির চেতনায় সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, ‘করোনার সংকট কাটিয়ে আমরা এবার ইদ উৎসব পালন করতে যাচ্ছি। আশা করি, সবাই সপরিবারে সুখ-শান্তি ও সুস্থ অবস্থায় ইদ উদযাপন করবে। মহান সৃষ্টিকর্তার কাছে সবাই জাতির মঙ্গল কামনা করবে।’

সারাবাংলা/আরডি/পিটিএম