Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও জামান টাওয়ারে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২২ ১২:১০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ১২:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর পল্টন কালভার্ট রোডে প্রীতম জামান টাওয়ারে আবারও আগুন লেগেছে। এবার ভবনটির ১১ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা (ডিউটি অফিসার) রোজিনা খানম সারাবাংলাকে বলেন,  আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১১টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এর আগে ভবনটিতে বেশ কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই ভবনটিতে ফায়ার সেফটি তেমন একটা নেই বলে এর আগে গঠিত তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছিল।

সারাবাংলা/ইউজে/এসএসএ
বিজ্ঞাপন

আরো