শিশুদের ক্রীড়া সামগ্রী দেওয়ার ঘোষণা পাপ্পা গাজীর
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২২ ২২:৫২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৫:১৩
২৬ এপ্রিল ২০২২ ২২:৫২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ১৫:১৩
নারায়ণগঞ্জ: সরকারি আশ্রয় কেন্দ্রের শিশুদের বিনোদন ও খেলাধুলার বিশেষ উপকরণ (ক্রীড়া সামগ্রী) দেওয়ার ঘোষণা দিয়েছেন গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে গোদনাইল সরকারি আশ্রয় কেন্দ্রে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ।
এ সময় সরকারি আশ্রয় কেন্দ্রের শিশুদের বিনোদন ও খেলাধুলার জন্য বিশেষ উপকন (ক্রীড়া সামগ্রী) বিতরণের ঘোষণা দেন গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম রাসেল ইসলাম নূর, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্না খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনএস