Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২২ ২০:৩৯

ছবি: সারাবাংলা

জয়পুরহাট: জেলা শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গতকাল সোমবার (২৫ এপ্রিল) রাত ১১টা থেকে এ অভিযান শুরু হয়। গ্রেফতারকৃতরা জয়পুরহাটের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ বিষয়ে জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া জানান, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া।

সারাবাংলা/এনএস
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো