Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কে বাড়ছে গাড়ির চাপ, ৪ পয়েন্টে ধীরগতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২২ ১২:২১ | আপডেট: ২৬ এপ্রিল ২০২২ ১৩:৫৩

সিরাজগঞ্জ: উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। অতিরিক্ত চাপে মহাসড়কের অন্তত চারটি পয়েন্টে ধীরগতিতে চলছে যানবাহন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল থেকে মহাসড়কের নলকা এলাকায় এ চিত্র দেখা যায়।

সরেজমিন মহাসড়ক ঘুরে, চালক ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ ঘনিয়ে আসায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অন্য সময়ের চেয়ে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। রাতের বেলায় পণ্যবাহি ট্রাক চলাচল বাড়ায় এই চাপ আরও বৃদ্ধি পায়। যার প্রভাবে সকাল অবধি মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যানচলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজটপ্রবণ মুলিবাড়ি, কড্ডা, নলকা, পাচলিয়া পয়েন্টে সৃষ্ট ধীরগতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে আসবে।

হানিফের বাসচালক আসাদুজ্জামান বলেন, ‘নতুন নলকা সেতুর এপ্রোচ সড়কে উঠতে বেগ পেতে হচ্ছে যানবাহন চালকদের। অতিরিক্ত ঢালু এপ্রোচ সড়কে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।’

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তরের ১৬ ও দক্ষিণের ৬ জেলায় চলাচলকারী যানবাহনের সেতু গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়ক ব্যবহারের বিকল্প নেই। প্রতিবছরেই ঈদ মৌসুমে এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হওয়ায় যানজটে নাকাল হতে হয় যাত্রীদের। এই মহাসড়কে দিয়ে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার যানবাহন চলাচল করে এবং ঈদের সময় এর মাত্রা বেড়ে ৩৫ থেকে ৪০ হাজার যানবাহন চলাচল করে।

মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রায় ৪৫০ জন পুলিশ মোতায়েন থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ১৫০ জন করে তিন ভাগে বিভক্ত হয়ে পালাক্রমে দায়িত্ব পালন করবেন বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

ওসি আরও বলেন, ‘সড়কে ধীরগতি থাকলেও যানজট সৃষ্টির আশংকা নেই। যেকোনো পরিস্থিতিতে লেন মেনে যানবাহন চলাচল নিশ্চিত করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ সদস্যরা।’

সারাবাংলা/এমও

গাড়ির চাপ ধীরগতি পশ্চিম সড়ক বঙ্গবন্ধু সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর