Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাহিদকে কোপানো সেই রাব্বি পঞ্চগড়ে গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২২ ২০:২৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ ২২:১৮

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষের সময় নাহিদ নামে এক কুরিয়ার সার্ভিস কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ছুরি হাতে অংশ নেওয়া সেই রাব্বিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় থেকে তাকে গ্রেফতার পুলিশ। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘গরু জবাই করা একটি ছুরি দিয়ে রাব্বি নাহিদকে কোপাচ্ছিল- এমন ভিডিও এবং ছবি বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আমরা রাব্বিকে শনাক্ত করেছি। তাকে ধরতে বেশ কয়েক জায়গায় অভিযান চালানো হয়। অবশেষে আজ পঞ্চগড় থেকে রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।’

আরও পড়ুন-

সারাবাংলা/ইউজে/একে

নাহিদ নিউ মার্কেটে সংঘর্ষ রাব্বী গ্রেফতার