Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ১১:৩২ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১৩:৩১

প্রতীকী ছবি

মানিকগঞ্জ: জেলার সিংগাইর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাওসার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি একটি ডাকাত দলের এক সদস্য বলে দাবি করেছে র‌্যাব। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির দুইজন সদস্যও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বুধবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি এলাকার আলম মার্ডার ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ইমরান খান জানান, নিহত ব্যক্তি ডাকাত দলের সর্দার কাওসার হোসেন। দুইপক্ষের গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজন ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় তিনি।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে র‌্যাব সদর দফতরের ফরেনসিক টিম কাজ করছে বলেও জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা আ ন ম ইমরান খান।

সারাবাংলা/এনএস

বন্দুকযুদ্ধ র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর