Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ৬ তলার ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু


১৬ এপ্রিল ২০১৮ ২২:০৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ২২:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি দলপুর সুতিখালপাড়া এলাকার একটি ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে হৃদয় খান (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ এপ্রিল) পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সোয়া ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয় খানের বন্ধু শুভ ও নাসির জানায়, সুতিখালপাড় এলাকার একটি নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দেওয়ার সময় হৃদয় ধূমপান করছিল। সে সময় তার সিগারেটের ধোঁয়া পাশের বাসার ছাদে এক মহিলার মুখে যায়। তখন ওই মহিলা হৃদয়কে বকাঝকা করে এবং তাকে ধরতে লোক পাঠায়। হৃদয় তখন দ্রুত পালানোর জন্য এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দেওয়ার চেষ্টা করলে নিচে পড়ে গুরুতর আহত হয়’

বিজ্ঞাপন

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ইসলামীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমআই

বিজ্ঞাপন

আরো