কাবুলের স্কুলে বিস্ফোরণ, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২২ ১৬:৪০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ১৭:৩১
১৯ এপ্রিল ২০২২ ১৬:৪০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ১৭:৩১
কাবুলে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) পশ্চিম কাবুলের দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। কাবুল নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র খালিদ জাদরান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে টলো নিউজের খবরে বলা হয়, মুমতাজ টিউশন সেন্টারে প্রথম বিস্ফোরণ হয়। পরে একই এলাকার আব্দুল রহীম শহিদ উচ্চ বিদ্যালয়ে আরও দু’টি বিস্ফোরণ ঘটে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো সংগঠন বা গোষ্ঠী।
কাবুলের জরুরি হাসপাতাল পরিষেবার টুইটারে জানিয়েছে, এখন পর্যন্ত ১১ জন আহত হাসপাতালে এসেছেন। এদের মধ্যে শিশুও রয়েছে।
সারাবাংলা/আইই