Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চায় না বাংলাদেশ’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২২ ২৩:৪৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম [ফাইল ছবি]

ঢাকা: বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার পুরো দায়িত্ব বাংলাদেশের সরকারের। দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বহিরাগত হস্তক্ষেপ বাংলাদেশ চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। রোববার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘ভুল তথ্যের ওপর ভিত্তি করে মানবাধিকার বিষয়ে প্রতিবেদন তৈরি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কাছে এই প্রতিবেদনের ব্যাখ্যা চাওয়া হবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ২০২১ সালে যে বার্ষিক প্রতিবেদনটি তৈরি করে সেটি গত ১২ এপ্রিল প্রকাশ করা হয়েছে। ৭৪ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ক্ষমতার অপব্যবহার করছে বলে অভিযোগ তোলা হয়েছে।

এছাড়াও এই প্রতিবেদনে রোহিঙ্গা ইস্যু, বিচার বিভাগ, নির্বাচন নিয়ে অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের এলজিবিটিদের জন্য বাংলাদেশে আইন নেই বলেও জানায় তারা। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কোনো রাষ্ট্রের নাক গলানো আশা করে না সরকার। এই রিপোর্টে অনেক কিছু আছে, যা আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে যায় না।’

যেসব সোর্স থেকে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলো দুর্বল বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘রাজনৈতিক কারণেই এসব তথ্য দেওয়া হয়েছে। আমাদের নিকট অতীত ভুলে গেলে চলবে না। আমরা মিডিয়াতে দেখেছি, খুবই সেনসিটিভ ইস্যুতে খুবই দায়িত্ববান মানুষ ফেসবুকে এসে লাইভ করছেন, দাবি করছেন, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একটি রাজনৈতিক কার্যালয়ে আটকে রাখা হয়েছে। টর্চার করা হয়েছে। এই কারণে যখন তাকে ধরা হলো। তখন তার পক্ষে আবার নেমে গেল।’

বিজ্ঞাপন

বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যবস্থাপনার পুরো দায়িত্ব বাংলাদেশের সরকারের। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ কারও কোনো ইন্টারভেনশন প্রত্যাশা করে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি র‌্যাব বিষয়ে বলেন, ‘এই বিষয়গুলো বিবেচনা করার জন্য অতীতে বিভিন্ন দেশের সুপারিশে র‌্যাব প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশের প্রশিক্ষণে র‌্যাব সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে। আমরা খুবই অল্প সময়ে অপেক্ষাকৃত কম ক্ষতিতে জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এবং মোটামুটি বলা যায় মূল উৎপাটন করতে পেরেছি। যদিও আমাদের এই যুদ্ধ শেষ নয়।’

তিনি আরও বলেন, ‘গ্রামে-গঞ্জে শান্তির প্রতিষ্ঠার জন্য র‌্যাব একটা ব্র্যান্ড নেম। র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের কোনো ভালো প্রতিষ্ঠানকে দুর্বল করে দেওয়ার চেষ্টা সরকার ভালো চোখে দেখবে না। বাংলাদেশে এখনও জঙ্গিবাদ সমস্যা তৈরি হতে পারে। এ কারণে র‍্যাবের মতো জাতীয় প্রতিষ্ঠানগুলোকে নিন্দা করা উচিত নয়।’

সারাবাংলা/টিএস/পিটিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ মো. শাহরিয়ার আলম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর