Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২২ ১৭:৪০

আত্মহত্যা [প্রতীকী ছবি]

রাজশাহী: মহানগরের একটি ছাত্রীনিবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে হোসেনীগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ওই শিক্ষার্থীর নাম সুরাইয়া খাতুন (১৬)। তিনি নওগাঁর নিয়ামতপুর উপজেলায় তার বাড়ি। তিনি এসএসসি পাস করে নার্সিং কলেজে ভর্তির জন্য রাজশাহীতে থেকে কোচিং করতেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সুরাইয়া খাতুনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখে তার রুমমেটরা আমাদের জানায়। সেখানে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও হবে।

সারাবাংলা/এসএসএ

শিক্ষার্থীর লাশ উদ্ধার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর