ইজারা জুলুমের প্রতিবাদে কিশোরগঞ্জে মাছ বিক্রি বন্ধের ঘোষণা
১৫ এপ্রিল ২০২২ ২২:৪৬ | আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১১:৩১
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরে ইজারা জুলুমের প্রতিবাদে মাছ বিক্রি বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে শহরের বড়বাজার মাছমহালে ইজারাদাররা এ প্রতিবাদ সমাবেশ করেন। এসময় তারা এসময় ইজারাদারদের অতিরিক্ত ইজারা আদায় বন্ধ না হওয়া পর্যন্ত মাছ বিক্রি করবে না বলে ঘোষণা দেয়।
দুপরের দিকে ইজারাদারের লোকজন পৌরসভার নির্ধারিত টোলের চেয়ে অনেক বেশি টোল দাবি করলে মাছ ব্যবসায়ীরা তা দিতে অস্বীকৃতি জানায়। তখন দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাছ ব্যবসায়ীরা মাছমহাল বন্ধ করে বিক্ষোভ মিছিলে যোগ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কিশোরগঞ্জ শহর মাছ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আলম মিয়া জনান, তারা পৌরসভার নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল দেবে না।
তবে বড়বাজারের নতুন ইজারাদার আরিফুল ইসলাম আরজু বলেন, ‘২১ লাখ টাকায় এ বাজারটি ইজারা নিয়েছেন। ইজারার দর বাড়ার কারণে টোলের পরিমাণ বেড়ছে। বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে।’
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া জানান, পৌরসভা নির্ধারিত টোলের চেয়ে বেশি টোল আদায়ের কোনো সুযোগ নেই। অভিযোগ সত্য হলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নতুন বাংলা সনের জন্য কিশোরগঞ্জ শহরের পুরান থানা ১৪ লাখ, বড়বাজার ২১ লাখ ও কাচারিবাজার মাছমহাল ৭ লাখ টাকায় ইজারা দেওয়া হয়।
সারাবাংলা/এমও