Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিদ্ধিরগঞ্জে থানা বিএনপির সম্মেলন স্থগিত, সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২২ ১৮:৩৭

নারায়ণগঞ্জ: দুই গ্রুপের সংঘর্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলন পণ্ড হয়ে গেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে শিমরাইল এলাকায় গ্র্যান্ড তাজ পার্টি সেন্টারে এ ঘটনা ঘটে। পরে সম্মেলন স্থগিত করা হয়।

জানা যায়, বিএন‌পির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের কোনো নেতাকর্মীকে সম্মেলনের ব্যাপারে জানানো হয়নি। তাদের কমিটিতেও রাখা হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল নেতাকর্মীদের। তৃণমূলের একটি অংশ সম্মেলনে যোগ দেন।

বিজ্ঞাপন

সম্মেলন শুরুর আগে মামুন মাহমুদের পক্ষে একটি মিছিল সভাস্থলে স্লোগান দিয়ে প্রবেশ করলে তাদের ওপর চড়াও হন গিয়াস উদ্দিনের সমর্থকরা। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুর ও মারামারি হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিএনপির সম্মেলনে নিজেদের মধ্যে সমস্যা হয়েছে শুনেছি। এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাইনি।

সারাবাংলা/এমও

বিএনপির সম্মেলন সম্মেলন স্থগিত সিদ্ধিরগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর