লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২২ ১৪:১২
১৫ এপ্রিল ২০২২ ১৪:১২
ঢাকা: পুরান ঢাকার লালবাগ শহিদনগর বউ বাজার এলাকায় অবস্থিত প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম জানান, শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা ৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ১২টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা মেট্রো) দেবাশীষ বর্ধন সারাবাংলাকে বলেন, প্লাস্টিক দাহ্য পদার্থ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পোহাতে হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত কাউকে পাওয়া যায়নি।
তিনি জানান, টিনশেড কারখানাটি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
সারাবাংলা/ইউজে/এএম