পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন শেখ হাসিনার
১৩ এপ্রিল ২০২২ ২০:৪৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ২২:০২
ঢাকা: পাকিস্তানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী মিয়া মুহাম্মদ শেহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৩ এপ্রিল) এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘এই অঞ্চলের অভিন্ন স্বার্থে চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের ভাই পিএমএল-এন’র সভাপতি শেহবাজ শরিফ গত ১১ এপ্রিল দেশটির ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
এর আগে, এক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। [খবর: বাসস]
সারাবাংলা/পিটিএম
অভিনন্দন টপ নিউজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেহবাজ শরিফ