ফুল ভাসাতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু
১২ এপ্রিল ২০২২ ১৯:১৯ | আপডেট: ১২ এপ্রিল ২০২২ ২০:০৪
খাগড়াছড়ি: ফুল বিজু উৎসবে ফুল ভাসাতে গিয়ে নদীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরের। অভিদান চাকমা মুন (১৪) নামে এই কিশোর খাগড়াছড়ি পৌরসভার উত্তর খবংপুড়িয়া এলাকার বাসিন্দা বিনোদ বিহারী চাকমার ছেলে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে চেঙ্গী নদীর খবংপুড়িয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। শহরের চেঙ্গী নদীতে ফুল বিজুর ফুল ভাসান উৎসবে অংশ নিতে গিয়েছিল সে। অভিদানের মরদেহ উদ্ধারের পর উৎসবে নেমে এসেছে শোকের ছায়া।
অভিদান চাকমার বাবা বিনোদ বিহারী চাকমা জানান, সকালে (মঙ্গলবার) বন্ধুদের সঙ্গে চেঙ্গী নদীতে ফুল ভাসাতে গিয়েছিল সে। এক সময় সে পানিতে ডুবে যায়। কিন্তু কেউ সেটি খেয়াল করেনি। অনেকক্ষণ পরে এক ব্যক্তির পায়ে শক্ত কিছু বাঁধলে দেখা যায়, এক কিশোরের সঙ্গে তার পা বেঁধেছে।
সেখানে উপস্থিত ব্যক্তিরা এসময় অভিদানকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশীদ এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফুল ভাসাতে গিয়ে এক চাকমা কিশোর নদীতে ডুবে মারা গেছে।
সারাবাংলা/টিআর