Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ের বন্দরে পৌঁছবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২২ ১৬:৪৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২২ ১৭:৩২

ফাইল ছবি

ঢাকা: আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই বিজয়ের বন্দরে পৌঁছবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশে-বিদেশে অপপ্রচার করে লাভ নেই, চরিত্র হরণ করে লাভ নেই। আওয়ামী লীগের শক্তি এদেশের মাটি-মানুষের অন্তরের অনেক গভীরে। এই শিকড় কেউ অপপ্রচার করে উপড়ে ফেলতে পারবে না।

শনিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহানগর উত্তরের অন্তর্গত প্রায় ৮০০টি ইউনিটের ১৬০০ জন নব-নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার স্বপ্নের বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে বলে তার বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তোমার কন্যা আজ সারাবিশ্বের বিস্ময়। যেই পদ্মাসেতুতে চুরির অপবাদ দিয়ে বিশ্বব্যাংক অর্থায়ন থেকে সরে গেছে, সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়েছে বঙ্গবন্ধুকন্যা। পদ্মাসেতু এখন আর কোনো স্বপ্ন নয়। পদ্মাসেতু এখন দিনের আলোর মতো জাজ্জ্বল্যমান সত্য।’

কর্ণফুলী টানেল, মেট্রোরেলসহ মেগাপ্রকল্পগুলোর বাস্তবায়ন অপপ্রচারকারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘অপপ্রচার করে টানেল বন্ধ করা যাবে না। অপপ্রচার করে পদ্মাসেতু আর বন্ধ করা যাবে না। অপপ্রচার করে তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রোরেল বন্ধ করা যাবে না। অপপ্রচার করছেন, অপেক্ষা করুন মাত্র কিছুদিন। অপেক্ষা করুন, কাজ প্রায় শেষ। পদ্মাসেতু দৃশ্যমান হয়ে আসছে।’

বিজ্ঞাপন

আমরা শুধু স্বপ্ন দেখি না, আমরা স্বপ্ন দেখাতেও জানি- উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ইউনিট সম্মেলন ঢাকা মহানগের ৮০২টি ইউনিট সম্মেলন আজ দৃশ্যমান বাস্তবতা। এই স্বপ্ন আমাদের নেতাকর্মীদের সাহসের সোনালি ফসল। এই স্বপ্ন আমাদের নেতাকর্মীদের দৃঢ়তা, একাগ্রতা এবং কর্মনিষ্ঠার সোনালি ফসল। সারাদেশে সবাইকে বলতে চাই, আওয়ামী লীগ জানে কীভাবে স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করতে পারে- সেটা দেখিয়ে দিয়েছে।’

সরকারের মেগা প্রকল্পগুলো নিয়ে অপপ্রচারকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘অপপ্রচার করে শেখ হাসিনার অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। বঙ্গবন্ধুকন্যা বীরদর্পে এগিয়ে যাচ্ছেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার অভিমুখে।’

বাংলাদেশ না কি শ্রীলংকার পথে হাঁটছে- এমন আশঙ্কার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যারা নানান আশঙ্কা করছেন, তারা না জেনেই বলছেন, কিংবা উদ্দেশ্যমূলকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে এইসব অপপ্রচারে নেমেছেন।’ বাংলাদেশের অর্থনীতির ভিত, সামষ্টিক অর্থনীতির সূচক শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।’

তিনি জানান, শ্রীলংকার মুদ্রাস্ফীতি এখন আকাশচুম্বী। বাংলাদেশের মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে। এখানে মুদ্রাস্ফীতি এখনো ৫ দশমিক ৬। রমজানের আগে যে পর্যায়ে ছিল শেখ হাসিনা সরকারের নানামুখী উদ্যোগের ফলে তা সহনীয় পর্যায়ে এসে গেছে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘আশার কথা হলো- করোনার নেতিবাচক প্রভাব কাটিয়ে এই বছর আমাদের রফতানি আয় লক্ষ্যমাত্রা অতিক্রম করতে যাচ্ছে। রফতানি আয়সহ কৃষি রাজস্ব সংগ্রহের গতি রেমিট্যান্স অত্যন্ত সন্তোষজনক।’

শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন সূচকের তুলনামূলক চিত্রের প্রসঙ্গ তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘অপপ্রচারকারীদের উদ্দেশ্যে বলতে চাই, অপপ্রচার করে লাভ নেই। বাংলাদেশ ইনশাল্লাহ কখনো শ্রীলংকা হবে না। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে আজকের এই অগ্রসরমান বাংলাদেশই থাকবে। অহংকারের বঙ্গবন্ধুর সোনার বাংলাই থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমি খুব খুশি হয়েছি, আপনাদের আজ সুশৃঙ্খলভাবে সকাল থেকে মহানগর উত্তরে যে স্বতঃস্ফুর্ত উপস্থিতি দেখিয়েছেন। এখানে যত লোক, বাইরেও সেরকম। হাজার হাজার কর্মীর উপস্থিতি। আমাদের নেত্রীকেও বলব, আপনার নেতৃত্বে আওয়ামী লীগ জেগে আছে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে।’

ওবায়দুল কাদের বলেন, ‘অপপ্রচার করে লাভ নেই। চরিত্র হরণ করে লাভ নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে-বিদেশে প্রপাগান্ডা চালিয়ে লাভ নেই। আওয়ামী লীগের শক্তি এদেশের মাটি। মানুষের অন্তরে, মাটির অনেক গভীরে। যার শিকড় কেউ অপপ্রচার করে উপড়ে ফেলতে পারবে না, এটাই আমার বিশ্বাস।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ ঢাকা মহানগর উত্তরের নেতারা। এছাড়া নবনির্বাচিত ইউনিট কমিটির দুই নেতাও বক্তৃতা করেন।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের বিজয়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর