Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২২ ১০:২৪ | আপডেট: ৭ এপ্রিল ২০২২ ১৪:১৬

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ: জেলা সদরে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিক্ষার্থীর নাম মো. নয়ন (১৮)।

বুধবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদরের মিরকাদিম পৌরসভার কমলাঘাট এলাকায় মো. বিল্লাল মিয়ার ভাড়াবাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে হাতিমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মৃত নয়ন ঢাকা জেলার দোহার উপজেলার সূতারপাড়ার এলাকার মো. দিদার মিয়ার ছেলে। সে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে  ৪র্থ সেমিস্টার কম্পিউটার ডিপার্টমেন্টের শিক্ষার্থী। মো. বিল্লাল মিয়ার ভাড়াবাসায় থেকে লেখাপড়া করতো সে।

এ বিষয়ে হাতিমারা পুলিশ ফাঁড়ির এসআই সাক্রাতুল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে এসে দেখি, ঘরের ভিতর দিয়ে দরজা বন্ধ করা। পরে দরজা ভেঙে ঘরের ভিতরে গিয়ে ওই শিক্ষার্থীর ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে কি কারণে ছাত্রটি আত্মহত্যা করতে পারে এ বিষয়ে তদন্ত করা হবে।

নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষযে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন এসআই সাক্রাতুল।

সারাবাংলা/এনএস

পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর