Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনকালীন সরকার রাজনৈতিকভাবে ফয়সালা হবে: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২২ ১৬:১৩ | আপডেট: ৬ এপ্রিল ২০২২ ১৯:৩৭

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনকালীন সরকার রাজনৈতিকভাবে ফয়সালা হবে। তবে আইন ও সংবিধানের অধীনে থেকেই কাজ করবে ইসি।

বুধবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাওঁয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নির্বাচন কমিশনের তৃতীয় দফার সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ জন সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণে সাড়া দিয়ে ২৩ জন সাংবাদিক সংলাপে অংশ নেন।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সাংবিধানিকভাবে আইন ও বিধান অনুযায়ী দাযিত্ব পালনের শপথ নিয়েছি। সুষ্ঠু নির্বাচনের প্রয়াসে কোনো ত্রুটি থাকবে না। সর্বপ্রয়াস ও সর্বশক্তি দিয়ে চেষ্টা করব অংশগ্রহণমূলক সুষ্ঠু নিবাচন করার।’

সিইসি বলেন, ‘আমরা সংলাপ করছি, সংলাপের ফলাফল লিপিবদ্ধ করে পর্যালোচনা করা হবে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ নির্বাচনকালীন সরকার সংলাপ সাংবাদিক সিইস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর