Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবুজবাগে গৃহবধূ খুন: এসি মিস্ত্রির দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২২ ১৮:৪৮

ঢাকা: সবুজবাগ থানাধীন এলাকায় গৃহবধূ তানিয়া আফরোজ (২৬) কে খুনের অভিযোগের মামলায় এসি মেরামতের টেকনিশিয়ান বাপ্পী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সোমবার (৪ এপ্রিল) পাঁচদিনের রিমান্ড শেষে বাপ্পীকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল বাশার। এরপর বাপ্পী স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৯ মার্চ বাপ্পীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, গত ২৬ মার্চ রাতে ওই নারীর সবুজবাগ দক্ষিণগাঁওয়ের বটতলার বাসায় এসি মেরামত করতে যায় টেকনিশিয়ান বাপ্পী। সে ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন, নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে গেছে। বাপ্পী এসি ঠিক করতে এসে সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ কারণে এই হত্যাকাণ্ড ঘটে।

ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান।

এ ঘটনার পরদিন তার স্বামী ময়নুল ইসলাম সবুজবাগ থানায় মামলা করেন। গত ২৮ মার্চ বাপ্পীকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/এআই/একে

এসি মিস্ত্রী গৃহবধূ খুন সবুজবাগ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর