হাসান আরিফ আর নেই
১ এপ্রিল ২০২২ ১৫:৪৩
ঢাকা: নন্দিত আবৃত্তিশিল্পী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ৫৬ বছর বয়সে মারা গেছেন।
শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
পারিবারিক সূত্রে জানা গেছে, সংকটাপন্ন অবস্থায় কয়েক সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন হাসান আরিফ। তার মরদেহ এখনো হাসপাতালে রয়েছে। দাফনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে, এই সাংস্কৃতিক আন্দোলনের কর্মীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এর আগে, ২০২১ সালের ডিসেম্বরে করোনা আক্রান্ত হন হাসান আরিফ। তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হলে চার মাস ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
প্রসঙ্গত, হাসান আরিফ নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে সোচ্চার ভূমিকা রেখেছেন।
সারাবাংলা/একেএম