Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও এজিএম করল সিলেট উইমেন চেম্বার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২২ ২৩:১০ | আপডেট: ১ এপ্রিল ২০২২ ০০:৩৮

সিলেট: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) করেছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে মহিলা অধিদফতর, সিলেট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ। তিনি মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যবহুল দিক নারী উদ্যোক্তাদের সামনে তুলে ধরেন এবং আগামীতে সিলেট উইমেন চেম্বারের বিভিন্ন কার্যক্রম গতিশীল করার জন্য দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল-আজাদ, মহিলা অধিদফতর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সালমা আক্তার।

সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়। স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বারের সহ-সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট উইমেন চেম্বারের পরিচালক রাবেয়া আক্তার রিয়া, নাছরিন বেগম, বিউটি বর্মন, তপতি রানী দাস, তাছমিন আক্তার, রাহেলা জেরিন কানন, ওয়াহিদা আখলাক, সচিব সোমা বেগম, আইটি অফিসার মিনাক্ষী পাল সুমি, সদস্য নাসিমা বেগ, সাল-সাবিলা মাহবুব কান্তা, খালেদা আক্তার, রেহানা ফারুক শিরিন, রুনা খান, মিতু রায়, শিউলি বেগম, সালমা বেগম সুমি, হাজেরা বেগম, শাহ শারমিন রহমান, শাহিদা বেগমসহ প্রায় দেড় শতাধিক নারী উদ্যোক্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

বার্ষিক সাধারণ সভা সিলেট উইমেন চেম্বার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর