৮৮৩ জনকে নিয়োগের সুপারিশ পিএসসির
২৯ মার্চ ২০২২ ১৬:১৭
ঢাকা: দুটি বিসিএস মিলিয়ে ৮৮৩ জনকে নিয়োগ দিতে সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ৪২তম বিশেষ বিসিএস থেকে ৫৩৯জন চিকিৎসক ও ৩৮তম বিসিএস থেকে ৩৪৪ জনকে নন ক্যাডারে নিয়োগের সুপারিশ পেয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয় পিএসসি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারি সংস্থাটি।
পিএসসি জানায়, ৪২তম বিসিএস থেকে প্রথম শ্রেণির নবম গ্রেডে ও ৩৮তম বিসিএস থেকে ১০ম গ্রেডে ৩২০ ও ১১ নম্বর গ্রেডে ২৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধিমালা-২০১৪ অনুযায়ী ৩৮তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে এবং নন-ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) পদে সুপারিশপ্রাপ্ত নন এমন প্রার্থীদের মধ্য হতে সংশ্লিষ্ট নিয়োগবিধিতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করেছে।
সারাবাংলা/টিএস/এনএস