Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তি আলোচনার জন্য ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেন প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২২ ১১:৪৫ | আপডেট: ২৯ মার্চ ২০২২ ১৪:৩২

নতুন করে সরাসরি শান্তি আলোচনায় বসার জন্য সোমবার তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে এসে পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। মঙ্গলবার (২৯ মার্চ) বেসিকতাসের ডলমাবাহসে প্রেসিডেন্ট কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকের শুরুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। যুদ্ধ বন্ধে উভয়পক্ষ বেলারুশে তিনদফা বৈঠক করেছে। চতুর্থ দফায় তারা ভিডিও কনফারেন্স করে।

এদিকে রোববার টেলিফোনে এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে অবশ্যই যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠা এবং এ অঞ্চলে মানবিক পরিস্থিতির উন্নতি করতে হবে। এ প্রক্রিয়ায় তুরস্ক সম্ভাব্য সকল উপায়ে তার সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এএম
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো