Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসএফ কার্যালয়ে ‘মুজিব কর্নার’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২২ ২২:২০

ঢাকা: স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কার্যালয়ে ‘মুজিব কর্নার’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে আরও ছড়িয়ে দিতে হবে। এতে করে তারা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, তেমনি দেশও সামনে এগিয়ে যাবে।

রোববার (২৭ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) এসএসএফ অফিসে ‘মুজিব কর্নার’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিহাস জানার মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম এবং প্রজন্মের পর প্রজন্মের ভেতর একটা চেতনা জাগ্রত হবে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং মানুষের কল্যাণে আরও কাজ করার অনুপ্রেরণা পাবে।’

শেখ হাসিনা বলেন, ‘নতুন প্রজন্মের মধ্যে এই মানসিকতা যত বেশি ফিরে আসবে তত আমার দেশ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সংস্কৃতিক দিক থেকে এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘দীর্ঘদিনের প্রচেষ্টায় আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। কেননা ২১ বছর আমাদের বিজয়গাথা মুছে ফেলার চেষ্টা হয়েছিল, নতুন প্রজন্মের অনেকে সে ইতিহাস জানতেই পারেনি। আজ তা আবার ফিরে এসেছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন সরকারে থাকার ফলে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে এবং সমগ্র বিশ্ব এখন বাংলাদেশকে মর্যাদার চোখে দেখে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে আমাদের সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যদ্যের ভূমিকার প্রশংসা করে অনেক দেশ।’ বিদেশি অতিথিরা দেশে এলে তাদের নিরাপত্তায় থাকা এসএসএফ সদস্যদেরও ভূয়সী প্রশংসা করে থাকেন বলে তিনি জানান।

শেখ হাসিনা বলেন, ‘এই যে কর্নারটা করা হয়েছে, যেখানে ইতিহাসের অনেক তথ্য তুলে ধরা হয়েছে। কাজেই যারা দায়িত্ব পালন করতে আসবে তারা একদিকে যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে, তেমনি বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলার প্রেরণা পাবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির যুগে আমাদের জ্ঞান-বিজ্ঞানে যেমন সমৃদ্ধশালী হতে হবে, তেমনি ইতিহাসের শিক্ষা থেকে ভবিষ্যতটা আরও উজ্জ্বল ও উন্নত করতে হবে।’

তিনি এসএসএফ সদস্যদের জন্য তার দোয়া ও আশির্বাদ জানিয়ে বলেন, ‘আমি যখন দোয়া করি তখন শুধু নিজ পরিবারের জন্যই নয়, সহকর্মী এবং দেশবাসীর জন্যও দোয়া করি।’ বিশেষ করে যারা তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরও মঙ্গল কামনা করেন শেখ হাসিনা।

অনেক রক্তপাত ও ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তা যেন বৃথা না যায়- সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সারাবাংলা/এনআর/পিটিএম

এসএসএফ মুজিব কর্নার শেখ হাসিনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর