Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২২ ২০:৪৭

ঢাকা: রাজধানীর লালবাগ সেকশন এলাকায় নির্মণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে সিরাজ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে সেকশন বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির জানান, বিকেলে বটতলা এলাকায় নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের চার তলায় কাজ করছিল সিরাজ। সেখান থেকে পরে গুরুতর আহত হয়। পরে পরে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

মৃতের শ্বশুর মো. ইকবাল হোসেন জানান, তাদের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার চরপাতা গ্রামে। সিরাজের বাবার নাম বাচ্চু হাওলাদার।

সিরাজ কামরাঙ্গীরচর এলাকায় থাকত। পেশায় তিনি রডমিস্ত্রী ছিলেন।

সারাবাংলা/এসএসআর/একে

ভবন থেকে পড়ে মৃত্যু লালবাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর