টঙ্গীতে পোশাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক
২৪ মার্চ ২০২২ ২৩:১৩ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ২৩:৪৪
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে তানিয়া আক্তার (১৭) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ মার্চ) রাতে টঙ্গীর পাগাড় ফকির মার্কেট এলাকার হাদি পাঠানের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তানিয়া আক্তার সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন জগন্নাথপুর গ্রামের নূর ইসলামের মেয়ে। তানিয়া টঙ্গী পূর্ব থানার ফকির মার্কেট এলাকার হাদি পাঠানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার স্বামীর নাম মো. আরিফ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
জানা যায়, অফিসে যাওয়ার উদ্দেশে তানিয়াকে বাসায় রেখে সকালে বাসা থেকে বের হয় আরিফ। রাত ৯টায় তানিয়ার ছোট ভাই সাকিবুল হাসান (১০) রুমের বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার করতে শুরু করেন। চিৎকারে বাড়ির মালিক এসে তানিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, নিহত তানিয়া স্বামীর সঙ্গে টঙ্গীর পাগাড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। গতকাল (বুধবার) কোনো এক সময় নিজ শয়নকক্ষে ঘরের দরজার পর্দা টানানোর গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
সারাবাংলা/টিআর