শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃত্যু বেড়ে ৮
২১ মার্চ ২০২২ ১১:৪৭ | আপডেট: ২১ মার্চ ২০২২ ১৬:০৭
মুন্সীগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় এমভি আশরাফ উদ্দিন নামে লঞ্চডুবির ঘটনায় আরও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এখন পর্যন্ত ৪ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বন্দর থানায় বিআইডব্লিউটিএ পৃথক দুইটি মামলা করেছে। আসামি করা হয়েছে অভিযুক্ত রূপসী ৯ কার্গো থেকে গ্রেফতার ৮ জনকে। এর আগে রোববার রাতে মেঘনা এলাকা থেকে এ ঘটনায় ঘাতক কার্গো জাহাজ ও চালক সহ আটজনকে আটক হয়।
মৃত ৮ জনের মধ্যে ৬ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌ পুলিশ। যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন: মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলাম পুরের ব্যবসায়ী জয়নাল ভূইয়া (৫৫), মুন্সিগঞ্জের সদরের আরিফা আক্তার (৩৫), তার ছেলে সাফায়েত (১৫ মাস), পটুয়াখালীর মির্জাগঞ্জের সালমা বেগম (৪০), তার মেয়ে ফাতেমা (৭), মুন্সিগঞ্জ সদরের স্মৃতি (২০), দুই জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এর আগে, রোববার (২০ মার্চ) দুপুরে চর সৈয়দপুরের আলামিন নগর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক জাহাজটি মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে নৌ পুলিশ আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এম এল আশরাফ উদ্দিন। পথে এমভি রূপসী-৯ নামে একটি কার্গোবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়। এ সময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতারে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা কেউ নিশ্চিত করতে পারেনি।
সারাবাংলা/একেএম