১৫ ঘণ্টা পর ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার
২১ মার্চ ২০২২ ০৮:৪৮ | আপডেট: ২১ মার্চ ২০২২ ০৮:৪৯
নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়ার ১৫ ঘণ্টা পর মুন্সিগঞ্জগামী এমএল আফসার উদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চটি উদ্ধার করে পারে এনেছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। তবে লঞ্চের ভেতর কোনো মরদেহ পাওয়া যায়নি।
সোমবার (২১ মার্চ) ভোর সোয়া পাঁচটার দিকে মাঝ নদী থেকে লঞ্চটিকে উদ্ধার করে টেনে পারে নিয়ে আসা হয়। পরে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর উদ্ধারকারীরা লঞ্চটির ভেতরে তল্লাশি চালায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয় লঞ্চটি উদ্ধার করে আলামিননগর এলাকায় শীতলক্ষ্যা নদীর পারে আনে। এরপর উদ্ধারকারী সংস্থা গুলো তল্লাশি চালায় তবে লঞ্চের নীচে ও উপরে কোন মরদেহের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের খুঁজে পেতে নদীর তলদেশে ও নদীর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি করা হবে।
এদিকে, লঞ্চডুবির ঘটনায় ছয় জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌ পুলিশ। মৃতদের মধ্যে রয়েছেন: জয়নাল ভূইয়া, আরিফা আক্তারও তার ছেলে শিশু সাফায়াত, সালমা বেগম, তার মেয়ে ফাতেমা, স্মৃতি আক্তার।
সারাবাংলা/একেএম