Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চ উদ্ধারে ঘটনাস্থলে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ২২:৫৭

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেওয়া লঞ্চ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। রোববার (২০ মার্চ) রাত ১০টায় ঘটনাস্থলে এসে পৌঁছায় জাহাজটি।

এর আগে দুপুরে আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় জনে। মৃত ছয়জনের মধ্যে দু’জন নারী, দু’জন পুরুষ ও দুই শিশু রয়েছে।

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিক নিহত সবার নাম-পরিচয় জানা যায়নি।

যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দিয়ে ডুবালো বাল্ক জাহাজ এমভি রূপসী

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩৫/৪০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এম এম আশরাফ উদ্দিন। পথে এমভি রূপসী-৯ নামে একটি কার্গোবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়। এসময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতারে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।

তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা কেউ নিশ্চিত করতে পারেনি।

সারাবাংলা/এমও

উদ্ধারকারী জাহাজ জাহাজ টপ নিউজ বিআইডব্লিউটিএ লঞ্চডুবি শীতলক্ষ্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর