Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতায় ভীত হয়ে ইউক্রেন আক্রমণ: বরিস

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২২ ২১:০০ | আপডেট: ১৯ মার্চ ২০২২ ২২:৩৭

প্রতিবেশী ইউক্রেন একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে এরকম ভয় থেকেই দেশটিতে আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমন অভিযোগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

শনিবার (১৯ মার্চ) যুক্তরাজ্যের ব্ল্যাকপুলে অনুষ্ঠিত কনজারভেটিভ দলের বসন্তকালীন সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বরিস বলেন, কারণ যা ই হোক না কেন; ইউক্রেন আক্রমণ করে পুতিন এক অমোচনীয় পাপ করেছেন, তা নিশ্চিত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনকে রুশ আগ্রাসন থেকে বাঁচানো না গেলে জর্জিয়া কিংবা মলডোভার স্বাধীনতার ব্যাপারে চিন্তা করাই কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, পূর্ব ইউরোপের বাল্টিক সাগর থেকে কৃষ্ণ সাগর পর্যন্ত নৈরাজ্য সৃষ্টি করতে রুশ তৎপরতা দেখা যাচ্ছে, তা প্রশমণে কাজ করতে হবে।

পাশাপাশি, তেল-গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে জরুরি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বরিস জনসন।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ টপ নিউজ বরিস জনসন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর