বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১৭ মার্চ ২০২২ ১২:৩৩ | আপডেট: ১৭ মার্চ ২০২২ ২১:০৮
গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় প্রথমে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এর পরপরই শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এসময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।
প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা জানানো শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধির সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। এসময় তারা মোনাজাতেও অংশ নেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে রাষ্ট্রপতি সমাধি কমপ্লেক্সের পরিদর্শন বইতে সই করেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা জানানোর পর মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী এবং সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এছাড়া স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান; যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাহবুবউল আলম হানিফ ও ডা. দীপু মনি; এবং কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহসহ অন্যরা।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ সেখানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার প্রথম প্রহরেই শুরু হয়েছে নানা কর্মসূচি। ‘টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী চলছে নানা আয়োজন। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী নেওয়া হয়েছে বিশেষ প্রার্থনা কর্মসূচি।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৮ মার্চ) দুপুর আড়ইটায় টুঙ্গিপাড়ায় আলোচনা সভা আয়োজন করেছে আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সারাবাংলা/টিআর
জাতির পিতার জন্মদিন টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ