Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২২ ১৬:০৯

ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ মার্চ) দুপুরে জেলা আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। শাহজাদপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন— আনোয়ার হোসেন, কবিরুল ইসলাম, কামরুল ইসলাম ও জাহিদ হোসেন।

উদ্ধার করা দেশীয় অস্ত্র, ছবি: সারাবাংলা

উদ্ধার করা দেশীয় অস্ত্র, ছবি: সারাবাংলা

এ বিষয়ে ওসি শাহিদ মাহমুদ খান জানান, দুটি গ্রুপ নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে অভিযান চালান হয়। এ সময় রামদা, ফালা, ঢালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে আজ বুধবার দুপুরে জেলা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাহিদ মাহমুদ খান।

সারাবাংলা/এনএস

দেশীয় অস্ত্র দেশীয় অস্ত্রসহ গ্রেফতার সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর