Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ মার্চ উড়বে জাতীয় পতাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২২ ১০:০১ | আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৩:১৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) দেশের সকল সরকারি-বেসরকারি অফিস ও ভবনে জাতীয় পতাকা ওড়াতে হবে। মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, মুজিববর্ষের সময়কাল আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোয় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিনে বৃহস্পতিবার সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলিত হবে।’

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার ২০২০-২১ সালকে (১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত) মুজিববর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ১৭ মার্চ তাঁর জন্মের ১০০ বছর পূর্তি হয়। তাই তার এই জন্মশতবার্ষিকী উদযাপনের জন্যই মুজিববর্ষ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনাভাইরাসের কারণে গ্রহণ করা কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ প্রায় ৯ মাস বাড়ানো হয়। এ সময়কাল ২০২১ সালের ২৬ মার্চ থেকে বাড়িয়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়। পরে তা আবারও ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়।

সারাবাংলা/জেআর/এএম

১৭ মার্চ জাতীয় পতাকা টপ নিউজ মুজিববর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর